কাইছার ইকবাল চৌধুরী,বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডটকম.
চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আধুনগর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার সাবেক সফল অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মোস্তফা কামাল আর নেই।
আজ বৃহষ্পতিবার রাত ৭টায় নগরীর একটি বেসরকারী হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন বলে ওনার পরিবারের একজন সদস্য বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
ওনার গ্রামের বাড়ি উপজেলার চরম্বা ইউনিয়নের নোয়ারবিলা গ্রামে। কিন্তু দীর্ঘদিন ধরে তিনি উপজেলা সদরের দরবেশহাট এলাকায় স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন বলে জানাগেছে। মৃত্যুকালে তিনি ওনার ৩ পুত্র, ৩ কন্যা ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
পরিবারসূত্রে জানা যায় যে, দীর্ঘদিন যাবত তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত শনিবার ১৯ দিন ব্যাপী চুনতির সীরত মাহফিলে সভাপতিত্বের দায়িত্বপালন কালে সেখানে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত নগরীর একটি প্রাইভেট হাসপাতালে ওনাকে ভর্তি করানো হয়। সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওনার মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।