কাইছার ইকবাল চৌধুরী, বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডটকম.
মধ্যপ্রাচ্য দেশ ওমানে নিযুক্ত নতুন বাংলাদেশী এম্বাসেডর মোহাম্মদ গোলাম সরওয়ারের সঙ্গে বাংলাদেশ স্কুল জালানের স্কুল পরিচালনা কমিটির সদস্যরা সৌজন্য সাক্ষাত করেছে।
১২ই মার্চ সোমবার দুপুর ১টায় বাংলাদেশ এম্বাসী ওমান এম্বাসেডরের কার্যালয়ে স্কুলের পরিচালকবৃন্দরা ওনার সাথে সাক্ষাত করেন।
পরিচালকবৃন্দরা প্রথমে ওনাকে ফুলেল শুভেচ্ছা জানান। দীর্ঘদিন ধরে দক্ষ পরিচালনার মধ্য দিয়ে বাংলাদেশ স্কুল জালানের এগিয়ে যাওয়াসহ সফলতার কথাও তুলে ধরেন পরিচালকবৃন্দরা। এম্বাসেডরের সাথে পরিচালকবৃন্দদের বিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে প্রায় ঘণ্টাখানেক আলোচনা হয় বলে জানা যায়।
এসময় বাংলাদেশ এম্বাসী ওমানের কর্মকর্তা(আসোসী) আবুল হাছান ও প্রধান সহকারী আবু সাঈদ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ স্কুল জালানের অর্থ পরিচালক মো: নুরুল আমিন বঙ্গনিউজ টোয়েন্টিফোরকে বলেন, দীর্ঘক্ষণ আলাপ আলোচনার পর এম্বাসেডর মোহাম্মদ গোলাম সরওয়ার বাংলাদেশ স্কুল জালানের দক্ষ পরিচালকবৃন্দদের ধন্যবাদ জানান। বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ার মান বাড়ানোসহ বিভিন্ন উন্নয়নমূলক পরামর্শ দেন। সেই সাথে স্কুলের সার্বিক উন্নয়নে যেকোন সময় সর্বাত্মক সহযোগীতার আশ্বাসও প্রদান করেন তিনি।
সাক্ষাতকালে বাংলাদেশ স্কুল জালানের পক্ষে স্কুল প্রেসিডেন্ট মো: নাছিরুল ইসলাম, একাডেমী পরিচালক ড. লতিফুর রহমান, অর্থ পরিচালক মো: নুরুল আমিন, প্রকল্প পরিচালক খাইরুল বশর, শৃঙ্খলা পরিচালক মোরশেদুল আলম ও সাংস্কৃতিক পরিচালক আবু তালেব উপস্থিত ছিলেন।