, বুধবার, ২২ মার্চ ২০২৩

বুধবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-০৩-১২ ১৩:১০:০১

সীতাকুণ্ডে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে ভূমিদস্যু কালু ডাকাত নিহত

নিউজ ডেস্ক, বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডটকম.

সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে কালু ডাকাত (৪২) নামে এক ভূমিদস্যু নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, ম্যাগাজিন, ১৩টি দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও রকেট ফ্লেয়ার উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব-৭ জানায়।

আজ সোমবার ভোরে এই ঘটনা ঘটেছে।

নিহত কালুকে সীতাকুণ্ডের শীর্ষ ভূমিদস্যু ও সন্ত্রাসী দাবী করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক মিমতানুর রহমান বলেন, তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরী ও চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় খুন, ডাকাতি ও অস্ত্র আইনে ৭টি মামলা রয়েছে। গতকাল রাতে রাতে তাকে আটকের জন্য জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালালে তার বাহিনীর সদস্যরা র‌্যাবকে গুলি চালায়। র‌্যাবও আত্মরক্ষার জন্য জন্য গুলি ছুঁড়ে। উভয় পক্ষের গোলাগুলির এক পর্যায়ে সন্ত্রাসীরা ঠিকতে না পেরে পাহাড়ের ভীতরে পালিয়ে যায়। পরে র‌্যাব ঘটনাস্থল থেকে কালু ডাকাতের লাশ ও অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে।

আরো সংবাদ

সম্পাদক ও প্রকাশক: কাইছার ইকবাল চৌধুরী

ব্যবস্থাপনা সম্পাদক: এম. সামুন হোসেন

Best Group কর্তৃক প্রকাশিত।
E-mail: banghonews24@gmail.com