নিউজ ডেস্ক, বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডটকম.
শ্রীদেবীর মৃত্যু নিয়ে তদন্তের ইতি ঘোষণা করেছে দুবাই পুলিশ। ভারতের কিংবদন্তি এই অভিনেত্রীর মৃরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।দুবাই মিডিয়া অফিস থেকে এক টুইটে বলা হয়, “শ্রীদেবীর মৃত্যু নিয়ে পুলিশ তাদের সব কাজ শেষ করেছে।”অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য মঙ্গলবার শ্রীদেবীর মৃতদেহ মুম্বাইয়ে নিয়ে যাওয়া হতে পারে বলে জানিয়েছে এনডিটিভি।
শনিবার রাতে জনপ্রিয় এই অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবর জানানো হয়।বলা হয়, দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৪ বছর।কিন্তু রোববার ময়নাতদন্ত প্রতিবেদনে তার মৃত্যুর কারণ ‘দুর্ঘটনাবশত বাথটাবের পানিতে ডুবে’ বলে জানানো হয়।
এছাড়াও তার রক্তে অ্যালকোহল পাওয়া গেছে বলে জানায় দুবাইয়ের সংবাদমাধ্যম খালিজ টাইমস।তারপর থেকেই এই মৃত্যুকে ঘিরে নানান প্রশ্ন উঠে আসতে শুরু করে।দুবাই পুলিশ শ্রীদেবীর মৃত্যু নিয়ে তদন্তের ইতি ঘোষণা করায় রহস্যের পর্দা উঠলেও অসাধারণ এই অভিনেত্রীকে হারানোর বেদনা তার ভক্তদের হৃদয়ে বাজবে।