, বুধবার, ২২ মার্চ ২০২৩

বুধবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-০২-২৪ ১৭:২৩:৪১

ডায়মন্ড লাইফ ইনসিওরেন্স লোহাগাড়া সার্ভিসিং সেল ও রবি এস এমই সীমের কর্পোরেট চুক্তি

কাইছার ইকবাল চৌধুরী, বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডটকম.

ডায়মন্ড লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের লোহাগাড়া সার্ভিসিং সেল এর সাথে রবি এস এমই সীমের কর্পোরেট চুক্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৪শে ফেব্রুয়ারী ডায়মন্ড লাইফ ইনসিওরেন্সের লোহাগাড়া অফিসে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক আবছার উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রহিমা আক্তার হিরা, এরশাদ হোসাইন ও জালাল উদ্দীন।

ডায়মন্ড লাইফ ইনসিওরেন্স লোহাগাড়া সার্ভিসিং সেলের ইনচার্জ হাসান আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছিলেন সুখছড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আকতার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক জয় বডুয়া, সাংবাদিক মাহমুদুল হক ও এজিএম এম.এ. তাহের(তারেক)।

এছাড়াও রবির পক্ষে সাতকানিয়া- বান্দরবন এর সুপারভাইজার মনছুর আলম উপস্থিত ছিলেন।
ডায়মন্ড লাইফের কর্মকর্তাদের মাঝে সিম বিতরণ করা হয়।

অনুষ্ঠানটিতে দেশের জনপ্রিয় অনলাইন পোর্টাল বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডটকম কে মিডিয়া পার্টনার রাখা হয়।

Chat conversation end

Type a message…

আরো সংবাদ

সম্পাদক ও প্রকাশক: কাইছার ইকবাল চৌধুরী

ব্যবস্থাপনা সম্পাদক: এম. সামুন হোসেন

Best Group কর্তৃক প্রকাশিত।
E-mail: banghonews24@gmail.com