, রোববার, ১১ জুন ২০২৩

প্রকাশ :  ২০২২-১০-২২ ১২:৪০:৫৬

করোনায় আবার ও ১ জনের মৃত্যু, শনাক্ত ১২৪ জন

আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২ হাজার ২৬২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ দশমিক ৪৯। আগের দিন শনাক্তের হার ছিল ৫ দশমিক ৮৭।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন পর্যন্ত দেশে ২০ লাখ ৩৪ হাজার ২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৭ হাজার ৪৭২ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৪১২ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় যাঁর মৃত্যু হয়েছে, তিনি সুনামগঞ্জের বাসিন্দা।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝিতে করোনার অমিক্রন ধরনের দাপট চলে। পরে ধীরে ধীরে তা কমতে থাকে।

আরো সংবাদ

সম্পাদক ও প্রকাশক: কাইছার ইকবাল চৌধুরী

ব্যবস্থাপনা সম্পাদক: এম. সামুন হোসেন

Best Group কর্তৃক প্রকাশিত।
E-mail: banghonews24@gmail.com