কাইছার ইকবাল চৌধুরী:
লোহাগাড়া উপজেলার বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের এডহক কমিটির মেয়াদ শেষে পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি গঠনে প্রজ্ঞাপন করেছে জারি করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়।
গত ৭ সেপ্টেম্বর জাতীয় বিশ্বাবদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক ফাহিমা সোলতানা স্বাক্ষরিত কলেজ অধ্যক্ষ বরাবরে পত্রে জানানো হয়েছে পূর্ণাঙ্গ কলেজ পরিচালনা কমিটির সভাপতি পদে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিনকে পুনরায় সভাপতি পদে এবং এ. জে.এম মুজাহিদ বিন আলমকে সদস্য পদে মনোনয়ন দেয়া হয়েছে।
কমিটির বাকি সদস্যবৃন্দ সভার মাধ্যমে আলাপ-আলোচনা ভিত্তিতে মনোনীত করা হবে বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন।