, বুধবার, ২২ মার্চ ২০২৩

প্রকাশ :  ২০২২-০৫-২৫ ১০:৫৬:১১

চুক্তি বাড়াইনি তবে এমবাপের মতো করব না

কিলিয়ান এমবাপে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন, সেটা একপ্রকার নিশ্চিতই ছিল। এমনকি ক্লাব কিংবদন্তি লুকা মদ্রিচের ১০ নম্বর জার্সিটা এমবাপেকে বুঝিয়ে দেওয়া হবে, ঠিকঠাক ছিল এমন।

কিন্তু এমবাপে রিয়ালে আসেননি। নানা নাটকীয়তার পর প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে নতুন করে চুক্তি করেছেন ২০২৫ সাল পর্যন্ত।

এদিকে ৩৬ বছর বয়সী মদ্রিচের সঙ্গে রিয়ালের চুক্তি শেষ হচ্ছে এই মৌসুমেই। তবে স্প্যানিশ ক্লাবটির সঙ্গে নতুন করে চুক্তি হওয়ার কথা রয়েছে ক্রোয়াট মিডফিল্ডারের।

এই বিষয়ে কথা বলতে গিয়ে এমবাপেকে খোঁচা দিলেন মদ্রিচ। ‘কোপ’কে তিনি বলেন, ‘আমি এখনও রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি বাড়াইনি। তবে আমি এমবাপের মতো করব না (হাসি)। আশা করছি, ক্লাবও আমার সঙ্গে এমন কিছু করবে না।’

জানা গেছে, চ্যাম্পিয়নস লিগের ফাইনালের পরই মদ্রিচের সঙ্গে ২০২৩ সাল পর্যন্ত নতুন চুক্তির ঘোষণা দেবে রিয়াল।

আরো সংবাদ

সম্পাদক ও প্রকাশক: কাইছার ইকবাল চৌধুরী

ব্যবস্থাপনা সম্পাদক: এম. সামুন হোসেন

Best Group কর্তৃক প্রকাশিত।
E-mail: banghonews24@gmail.com