, রোববার, ২ এপ্রিল ২০২৩

প্রকাশ :  ২০২২-০৫-১৬ ০৭:১৭:৫০

এমবাপের ভবিষ্যৎ চূড়ান্ত হয়ে গেছে : রোমানো

কিলিয়ান এমবাপে কি প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) ছাড়ছেন? এখনও কোনো কিছু পরিষ্কার নয়। মাঝে একবার খবর শোনা যায়, পিএসজির সঙ্গে নতুন করে দুই বছর চুক্তি করেছেন এমবাপে। কিন্তু তার মা এমন গুঞ্জন অস্বীকার করেন।

এমবাপেও পরিষ্কার করে কখনও বলেননি, তিনি পিএসজিতেই থাকছেন অথবা অন্য ক্লাবে যাচ্ছেন। তবে রিয়াল মাদ্রিদ থেকে একাধিক সূত্র দাবি করে, আগামী মৌসুমে লা লিগার ক্লাবটিতেই যোগ দিচ্ছেন ফরাসি সুপারস্টার।

গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন এমবাপে। যদিও রেখে দিলেন রহস্য। স্বনামধন্য ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফেবরিজিও রোমানো এক টুইট বার্তায় জানিয়েছেন, এমবাপের ভবিষ্যৎ চূড়ান্ত হয়ে গেছে।

এমবাপে বলেন, ‘আমি আমার ভবিষ্যত নিয়ে কিছু বলতে চাই না। আপনারা খুব দ্রুত এটা জানতে পারবেন…তবে এটা মোটামুটি সিদ্ধান্ত হয়ে গেছে।’

ফরাসি স্ট্রাইকার যোগ করেন, ‘এখন এটা নিয়ে বলার সঠিক সময় নয়। তবে হ্যাঁ, আমার সিদ্ধান্ত বলতে গেলে চূড়ান্ত।’

এমবাপে জানান, জুনে ফ্রান্স জাতীয় দলের শিবিরে ফেরার আগেই ঘোষণাটি দিয়ে দেবেন। তিনি বলেন, ‘আমি আমার ভবিষ্যৎ নিয়ে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানাব জুনে ফ্রান্স জাতীয় দলে যোগ দেওয়ার আগেই।’

আরো সংবাদ

সম্পাদক ও প্রকাশক: কাইছার ইকবাল চৌধুরী

ব্যবস্থাপনা সম্পাদক: এম. সামুন হোসেন

Best Group কর্তৃক প্রকাশিত।
E-mail: banghonews24@gmail.com