আন্তর্জাতিক ডেস্ক: প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করায় শ্রীলঙ্কার সংকট আরও গভীর হয়েছে। স্বয়ংক্রিয়ভাবে ভেঙে গেছে দেশটির মন্ত্রিসভা। এদিকে প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে মন্ত্রিপরিষদ ছাড়াই ক্ষমতা ধরে রেখেছেন। এমন পরিস্থিতিতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আগামী দুই দিনের মধ্যে মন্ত্রিসভা পুনর্গঠন না করলে অর্থনীতি সম্পূর্ণভাবে ধসে পড়বে।
শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নন্দলাল বীরসিংহ বলেছেন, চলমান সহিংসতায় ব্যাংকের পুনরুদ্ধার কার্যক্রম অব্যাহত হয়েছে। তাছাড়া প্রধানমন্ত্রীর পদত্যাগ ও নতুন কাউকে এখনো খুঁজে না পাওয়ায় সংকট জটিল আকার ধারণ করেছে বলেও জানান তিনি।