, বুধবার, ২২ মার্চ ২০২৩

বুধবার

বিষয় :

প্রকাশ :  ২০১৭-১২-০২ ০৬:৩৪:২১

বন্দর নগরীতে ঈদ আনন্দ, নবী প্রেমিকদের ভালোবাসায় সিক্ত আওলাদে রাসুল

ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। ঈদে এ আনন্দকে ভাগাভাগি করে নিতে উৎসবে ভাসছে বন্দর নগরী চট্টগ্রাম।

শনিবার ২ ডিসেম্বর জুলুসের বর্ণাঢ্য র্যানি নবী প্রেমিকদের মিলনমেলায় পরিণত হয়েছে। নবীন প্রবিণ থেকে শুরু করে শিশুদের অংশগ্রহণ ও দেখা গেছে এ মেলায়। উৎসবে আমেজে ভাসছে নগরীর চারদিক। জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় তিল ধারণের জায়গায় ও নেই। মাইকের গজল আর জুলুসের স্লোগানে চার দিক কলরবে পরিণত হয়েছে। সকলের কন্ঠে একই সুর একই ধ্বনি ভেষে আসছে। এ ছাড়া জুলুসের বর্ণাঢ্য র্যালিতে অংশ নিতে ব্যস্ত তম সড়কগুলো নবী প্রেমিকদের আনাগোনায় মুখরিত হয়ে উঠেছে। ব্যানার, ফেস্টুন, মাথায় ফ্ল্যাগ জুলুসের নিশান জানান দিচ্ছে আওলাদে রাসুলের গাড়ির বহর বেশি দুরে নয়। এক নজর আওলাদে রাসুলের দর্শন পেতে সড়কের দু পাশে লাখো প্রেমিকদের অবস্থান দেখা গেছে।

জানা গেছে, প্রতিবারের মতো এবারো আঞ্জুমানের মানের সিকিউরিটি ফোর্স, সেচ্ছাসেবক দল ও অন্যান্য বাহিনীর কড়া নিরাপত্তা ও সুশৃঙ্খলার মধ্য দিয়ে জুলুসের র্যালি নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিন করেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত হুজুর কেবলার গাড়ি বহর সিরাজউদৌলা রোডে হয়ে প্রেসক্লাবের সামনে দিয়ে অতিক্রম করছে। আঞ্জুমানের ঘোষণা অনুযায়ী জুলুসের বর্ণাঢ্য র্যালিটি সর্বশেষ জামেয়া আহমদিয়া মাদ্রাসা প্রাঙ্গণে শেষ হবে। বাদ জোহরের ইমামতি হুজুর কেবলা নিজে করবেন এবং নামাজ শেষে ছিলছিলার কার্যক্রম পরিচালনা করবেন আওলাদে রাসুল।

আরো সংবাদ

সম্পাদক ও প্রকাশক: কাইছার ইকবাল চৌধুরী

ব্যবস্থাপনা সম্পাদক: এম. সামুন হোসেন

Best Group কর্তৃক প্রকাশিত।
E-mail: banghonews24@gmail.com