বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডেস্ক :
আগামী ২৭ আগস্ট বিমান দাম্মাম থেকে ঢাকা একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে আটকে পড়া প্রবাসীদের ফিরিয়ে আনতে।
আগ্রহী যাত্রীদের নিচের লিংকে নাম রেজিষ্ট্রেশন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। বিমানের ওয়েব সাইটে এই বিজ্ঞপ্তি দেয়া আছে।
ভাড়া:
বিজিনেস ক্লাস:
এডাল্ট ৩০০০ সউদী রিয়াল।
চাইল্ড (১২ বছরের নিচে ) মূল ভাড়ার ৭৫% + ট্যাক্স
ইনফ্যান্ট (২ বছরের নিচে ) মূল ভাড়ার ২৫% + ট্যাক্স
ফ্রী ব্যাগেজ ২ পিস সর্বমোট ৫৫ কিলো, হাত ব্যাগ ১ পিস ৭ কিলো
ইকোনমি ক্লাস:
এডাল্ট ২১৫০ সউদী রিয়াল।
চাইল্ড (১২ বছরের নিচে) মূল ভাড়ার ৭৫% + ট্যাক্স
ইনফ্যান্ট (২ বছরের নিচে) মূল ভাড়ার ২৫% + ট্যাক্স
ফ্রী ব্যাগেজ ২ পিস সর্বমোট ৪৫ কিলো, হাত ব্যাগ ১ পিস ৭ কিলো
বিশেষ এক্সেস ব্যাগেজ ০১ পিস্ মাত্র / ২৩ কিলো ৪০০ সৌদি রিয়াল নেট।
রেজিস্টারকৃত যাত্রীগণ শুধুমাত্র বিমান দাম্মাম অফিস থেকে অরিজিনাল পাসপোর্ট, ইকামা/এক্সিট দেখিয়ে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে টিকেট ক্রয় করতে পারবেন ।
যোগাযোগ ফোন / মোবাইল:
Sales Supervisor / Ticketing Staff
Phone: +966-013-8873236.
Mobile: +966-55-2255895.
সৌদি আরব ও বাংলাদেশের সকল স্বাস্থ্যবিধি অনুসরণ করে ভ্রমণ করতে হবে।