বিনোদন ডেস্ক: বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডটকম.
সমাজের এক অসহায় নারীর জীবনের গল্প নিয়ে মাহফুজ ইসলামের চিত্রনাট্য ও পরিচলানায় নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অস্পৃশ্য’। এতে অভিনয় করেছেন চ্যানেল আই সেরা নাচিয়ে খ্যাত মিম চৌধুরী ও নবাগত আসিফ রহমান। বুধবার বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ইউটিবে প্রকাশ হয়েছে চলচ্চিত্রটি।
অভিনেত্রী মিম চৌধুরী বলেন,‘একজন নারীর অসহায় জীবনের গল্প তুলে ধরা হয়েছে এখানে। যে নারীর ভেতরের ভালবাসা আসলে কোনো প্রেমিকই বুঝতে চায় না। আশা করি এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখলে আপনাদের সবার মনে নাড়া দিবে।তাই দেখার অনুরোধ করছি।’ আসিফ বলেন, ‘এ কাজটার মাধ্যমে আমার প্রথম ক্যামেরার সামনে আসা। জানিনা কতটুকু চরিত্রের মধ্যে প্রবেশ করতে পেরেছি। তবে পরিচালক মাহফুজ ভাই আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। আশা করি সবার ভালো লাগবে।‘অস্পৃশ্য’ চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন ফরহাদ হুসাইন ও হাসানুজ্জামান রাজিব। এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নিয়ে পরিচালক মাহফুজ ইসলাম বলেন, ‘আমাদের সমাজের সব পিতামাতা চান তার ছেলেকে অবিবাহিত কুমারী মেয়ের সাথে বিয়ে দিতে।আর এ ছেলে যদি ডিভর্সি কোনো মেয়েকে বিয়ে করতে চায় তাহলে কোনোভাবেই আমাদের পরিবার ও সমাজ মেনে নেয় না। আসল ঘটনাটা আমরা কেউ জানতে চায় না। কী সেই গল্প দেখানো হয়েছে এ ছবিতে।’
উল্লেখ্য, ওসেনিয়া ইন্টারটেইনমেন্ট নামক ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে স্বল্পদৈর্ঘ্যটি