, বুধবার, ২২ মার্চ ২০২৩

বুধবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৮-১৫ ১৮:৩৪:১৩

এমপি মোস্তাক আহমদ চৌধুরী স্মৃতি পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত 

কাইছার ইকবাল চৌধুরী, চট্টগ্রাম:

এমপি মোস্তাক আহমদ চৌধুরী স্মৃতি পরিষদের উদ্যোগে অবিভক্ত সাতকানিয়া-লোহাগাড়ার সাবেক এমপি, মরহুম মোস্তাক আহমদ চৌধুরী’র (প্রকাশ মোস্তাক মিয়া) কবর জেয়ারত, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

১৫ই আগষ্ট বৃহষ্পতিবার শোকাবহ দিনে বিকেল ৪টায় সাবেক এমপি, মরহুম মোস্তাক আহমদ চৌধুরীর গ্রামের বাড়ির কবরস্থান প্রাঙ্গণে উক্ত মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় স্মৃতি পরিষদের কার্যনির্বাহী কমিটির সাধারন সম্পাদক, যুবনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী এম. নুরুল আলমের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন পরিষদের পরিষদের সিনিয়র সহ-সভাপতি জি.এম. মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম।

এছাড়াও স্মৃতি পরিষদের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়ানিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক অধ্যাপক এম এ খালেক, প্রকাশক মারুফ খান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, চট্টগ্রাম দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক কাইছার ইকবাল চৌধুরী, জাতীয় সাংবাদিক সংস্থা, লোহাগাড়া শাখার সভাপতি মাহমুদুল হক, মোঃ দিদারুল আলম।

স্মৃতি পরিষদের সভাপতি, মরহুম এমপি মোস্তাক আহমদের সুযোগ্য পুত্র ও আমেরিকা প্রবাসী সাদাত হোসেন চৌধুরী রিংকুর পরামর্শে প্রতিবছরের ন্যায় এবারও দোয়া ও মিলাদ মাহফিল করা হয়েছে। এসময় এলাকাবাসীদের মধ্যে মোজাফফর আহমেদ, ফয়েজ, নুরুল আলম, লোকমান হাকিম কোম্পানি, মনির আহমদ মনুসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

আরো সংবাদ

সম্পাদক ও প্রকাশক: কাইছার ইকবাল চৌধুরী

ব্যবস্থাপনা সম্পাদক: এম. সামুন হোসেন

Best Group কর্তৃক প্রকাশিত।
E-mail: banghonews24@gmail.com