কাইছার ইকবাল চৌধুরী, বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডটকমঃ
ক্যান্সারে আক্রান্ত ৫ বছরের ছোট্ট শিশু নূপুরের পাশে দাঁড়ালেন দিয়ামনি মাল্টিমিডিয়ার কর্নধার ও বিশিষ্ট সমাজ সেবক মনিরুজ্জামান অপূর্ব।
অপূর্ব বলেন, ক্যান্সার মরণব্যাধি একটি রোগ। নূপুর নামের ৫ বছরের এই ফুটন্ত গোলাপটি আজ ক্যান্সারের কবলে পড়ে ঝরে পড়তে যাচ্ছে অবহেলা ও সহযোগিতার অভাবে। সমাজের বিত্তবানেরা সহ আমরা সকলের একটু সহযোগিতা পেলে নূপুর নামের ছোট্ট শিশুটি ফিরে পাবে তার সুস্থ ও স্বাভাবিক জীবন।
তাই তিনি নূপুরের চিকিৎসায় স্বার্বিক সহযোগি হয়ে পাশে থাকার ঘোষণা দেন। এবং সমাজের সচেতন জনসাধারণদের নূপুরের চিকিৎসার সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান ও জানান তিনি।
তিনি আরো বলেন, ক্যান্সারে আক্রান্ত ৫ বছরের ছোট শিশু নূপুরকে বাঁচাতে সবাই এগিয়ে আসুন। যারা সাহায্য করতে চান, তারা মেয়ের বাবার মোবাইল নাম্বারে যোগাযোগ করুন-০১৮৪৬৪৩৯২০৪।
যারা আর্থিকভাবে সহযোগিতা করতে চান তাদের জন্য, হিসাব নাম্বার-১৪৯১২২০০০২০৪৩৮, ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিঃ, সাভার শাখা।