ইয়াছিন আরফাত বাপ্পি:বঙ্গনিজ টোয়েন্টিফোর ডটকম.
কক্সবাজারের খুরুশকুল ব্রীজের নিচ থেকে ভাসমান অবস্থায় লোহাগাড়ার এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ ৮ ফেব্রুয়ারী সকাল ৭টা ৩০মিনিটের দিকে তার মৃত দেহটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
নিহতের নাম আবুল বশর (৪০)। তিনি লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ওয়াহিদের পাড়ার খুলু মিয়ার পুত্র বলে জানাগেছে।
তিনি কক্সবাজারে শফি মাঝির ট্রলারে কাজ করতেন বলেও সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ।
ট্রলার মাঝি শফি জানান, গত ৭ ফেব্র“য়ারী (বুধবার) রাত পৌনে আটটার দিকে সে খাবার খেয়ে ট্রলার থেকে নেমে যায়। এরপর তার সাথে আর কারও যোগাযোগ হয়নি। বৃহস্পতিবার সকালে তার মৃতদেহ পাওয়ার কথাটি অন্য এক জেলে তাকে জানিয়েছে। সে রাতে কোথায় ছিল, কে বা কারা তাকে কুপিয়েছে সে বিষয়ে কিছুই জানেন না বলে জানান তিনি।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাটিয়েছে। তার গলায় কুপিয়ে জখম করা হয়েছে। কে বা কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তা জানা যায়নি। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।