, বুধবার, ২২ মার্চ ২০২৩

বুধবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-১২-২৬ ০৭:১৩:৫৫

রাজধানীতে ট্রাক চাপায় নিহত ২ , চালক আটক

নিজস্ব প্রতিবেদক, বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডটকম.
রাজধানীর কদমতলী থানার শনিরআখড়ায় ট্রাকচাপায় হারুন অর রশিদ (৪২) ও বাশার (৩২) নামে দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে শনির আখড়ার জিয়া স্মরণিতে ছাপড়া মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাশার ট্রাকের শ্রমিক ও ইটের ক্রেতা বাড়ি মালিক হারুন অর রশিদ।

ঘটনার পর গুরুতর অবস্থায় বাশার ও হারুনকে হাসপাতালে নিয়ে আসা ট্রাক চালক হাবিব জানান, সকালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে ইট নামাচ্ছিলেন বাশার। তখন পেছন থেকে আরেকটি বালুর ট্রাক এসে ওই ট্রাককে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়েন ট্রাক শ্রমিক বাশার ও বাড়ি মালিক হারুন। ঘটনাস্থলেই মারা যান বাড়ি মালিক হারুন অর রশিদ।

পরে আহত বাশারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পর সকাল ৮টার দিকে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

কদমতলী থানার ওসি আব্দুল জলিল জানান, ট্রাকচাপায় নিহত বাশারের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসপাতাল মর্গে রয়েছে। হারুন ঘটনাস্থলেই মারা যান। পরে তার মরদেহও মর্গে পাঠানো হয়েছে। পেছনে ধাক্কা দেয়ার ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।

আরো সংবাদ

সম্পাদক ও প্রকাশক: কাইছার ইকবাল চৌধুরী

ব্যবস্থাপনা সম্পাদক: এম. সামুন হোসেন

Best Group কর্তৃক প্রকাশিত।
E-mail: banghonews24@gmail.com