, বুধবার, ২২ মার্চ ২০২৩

বুধবার

বিষয় :

প্রকাশ :  ২০১৭-১২-০১ ১৯:০০:১৩

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৭

গোপালগঞ্জ শহরের ঢাকা-খুলনা মহাসড়কের বেদগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে শিশুসহ সাত জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের ২০ যাত্রী। শুক্রবার রাত ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে দুই জনের পরিচয় জানা গেছে। তারা হলেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার মোড়লডাঙ্গা গ্রামের শাহিন মোড়লের ছেলে মাহি (৫) ও গোপালগঞ্জ সদরের কাঠি গ্রামের লুৎফর রহমান (৫০)।

আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত সবাই বাসযাত্রী। জানা গেছে, ঢাকা থেকে পিরোজপুরগামী দোলা পরিবহনের যাত্রীবাহী একটি বাস বেদগ্রাম এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাঠবোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকে থাকা কাঠ বাসটির সামনের অংশকে দুমড়েমুচড়ে ভিতরে ঢুকে যায়।

আরো সংবাদ

সম্পাদক ও প্রকাশক: কাইছার ইকবাল চৌধুরী

ব্যবস্থাপনা সম্পাদক: এম. সামুন হোসেন

Best Group কর্তৃক প্রকাশিত।
E-mail: banghonews24@gmail.com