বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে বাসের ধাক্কায় আহত হওয়ার একদিন পর পুলিশের এক এএসআই হাসপাতালে মারা গেছেন।
রোববার সকাল ৬টার দিকে ঢাকার পঙ্গু হাসপাতালে তার মৃত্যু হয় বলে গাজীপুর মেট্রো পলিটনের সিনিয়র সহকারি পুলিশ কমিশনার (মিডিয়া) মো.রুহুল আমিন সরকার জানান।
নিহত মো.আনোয়ার হোসেনের বাড়ি ঢাকার ধামরাই থানার চাওনা এলাকায়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ লাইনের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদে কর্মরত ছিলেন তিনি।
পুলিশ কমিশনার বলেন, শনিবার দুপুরে মোটরসাইকেলে করে সদর দপ্তরে ফেরার পথে টঙ্গীর স্টেশন রোডে একটি বাসের ধাক্কায় আনোয়ার আহত হন।
তাকে উদ্ধার করে প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছিল বলে এ পুলিশ কর্মকর্তা জানান।