বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডেস্ক: ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র হাইতিতে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ১১ জন নিহত এবং আহত হয়েছেন শতাধিক মানুষ। শনিবার দেশটির উত্তর উপকূলে এ ভূমিকম্পের আঘাতে অনেক ঘরবাড়ি ধসে পড়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত ৮টা ১১ মিনিটে ওই ভূমিকম্প আঘাত হানে। এটির কেন্দ্র ছিল হাইতির উত্তরাঞ্চলীয় উপকূল পোর্ট-দে-পেইক্সের ১২ মাইল উত্তরপশ্চিমে। ভূমিকম্পটির গভীরতা ছিল ৭ দশমিক ৩ মাইল। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় পুলিশ প্রধান জ্যাকসন হিলারি বলেন, এ ভূমিকম্পে পোর্ট-ডি-পেইক্সে কমপক্ষে সাতজন নিহত হয়েছে এবং আহত হয়েছে শতাধিক মানুষ। এছাড়াও গ্রোস মোর্ন শহরে আরো চারজন নিহত হয়েছে।
এদিকে দেশটির বেসামরিক সুরক্ষা এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, ওই ভূমিকম্পের পর বেশ কয়েক জন আহত হয়েছেন। এছাড়া পোর্ট-দে-পেইক্স, গ্রস-মোর্নে, চানসোলমে ও টার্টল আইল্যান্ডে কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতি হওয়া ভবনগুলোর মধ্যে প্লেইসেন্সে অবস্থিত সেন্ট-মাইকেলের চার্চও রয়েছে।
উল্লেখ্য, হাইতিতে ভূমিকম্পে নিহত একটা বিপর্যয়ের আকার ধারণ করেছে। ২০১০ সালে দেশটিতে ৭.১ মাত্রার ভূমিকম্পে ৩ লাখের বেশি মানুষ নিহত হয়। এছাড়াও পরসংখ্যান বলছে, দেশটিতে ভূমিকম্পের ফলে বিগত ১০ বছরে সাড়ে ৪ লাখ মানুষ নিহত হয়েছে।