বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডেস্ক: ১৯০৫ সালে নোবেল পুরস্কার প্রদান শুরু হয়। তারও আগে ১৮৯৫ সালের নভেম্বর মাসে আলফ্রেড নোবেল তার মোট উপার্জনের ৯৪ শতাংশ (৩ কোটি সুইডিশ ক্রোনার) দিয়ে তার উইলের মাধ্যমে নোবেল পুরস্কার প্রবর্তন করেন।
পদার্থবিজ্ঞানে অবদানের জন্য এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের আর্থার অ্যাশকেন, ফ্রান্সের জেরার্ড মৌরু ও কানাডার ডোনা স্ট্রিকল্যান্ড। আজ মঙ্গলবার পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে রয়েল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস। এবার চিকিৎসাবিজ্ঞানে ক্যানসার থেরাপি আবিষ্কারের জন্য যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেমস পি. অ্যালিসন ও জাপানের কিয়োটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাসুকু হঞ্জু।
আগামী শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কারের ঘোষণা হবে। তবে বিতর্কের কারণে চলতি বছরে সাহিত্যে কোনো পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে না।
১৯০৫ সালে নোবেল পুরস্কার প্রদান শুরু হয়। তারও আগে ১৮৯৫ সালের নভেম্বর মাসে আলফ্রেড নোবেল তার মোট উপার্জনের ৯৪ শতাংশ (৩ কোটি সুইডিশ ক্রোনার) দিয়ে তার উইলের মাধ্যমে নোবেল পুরস্কার প্রবর্তন করেন।