, বুধবার, ২২ মার্চ ২০২৩

বুধবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-০১-২৭ ১৪:১৫:৩৮

বিমানবন্দরে প্যাকেট ফেরৎ দিলে ৫ টাকা, ময়লা ফেললে জরিমানা

বন্দর প্রতিনিধি, বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডটকম.

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিচ্ছন্ন রাখতে কর্তৃপক্ষ এক অভিনব উদ্যোগ নিয়েছে। বিমানবন্দর এলাকায় যত্রতত্র ময়লা আবর্জনা ফেললে পাঁচ হাজার টাকা জরিমানা অথবা এক বছরের কারাদণ্ড দেওয়া হবে বলে নির্দেশনা ও জারি করেছে কর্তৃপক্ষ।

আজ সকালে বিমানবন্দরের ভেতরে ও তার আশপাশ এলাকায় এ সংক্রান্ত একটি নির্দেশনা দেখা যায়।

একই নির্দেশনায় খাবারের পর খালি বোতল, কাপ, প্যাকেট ইত্যাদি ফেরত দিয়ে অথবা দোকানের ডাস্টবিনে ফেলে পাঁচ টাকা ফেরত নিতে বলা হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তী বাড়াতে ও বিমানবন্দর এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে বিমান কর্তৃপক্ষ এই উদ্যোগ নিয়েছে বলে জানা যায়। যখন কোন বিদেশী নাগরিক বিমানবন্দর ব্যবহার করে এদেশের মাটিতে পা রাখেন সে যাতে দেখতে পারে বাংলাদেশ একটি পরিস্কার ও পরিচ্ছন্ন দেশ। এই ধারণাটি চিন্তা করে এরকম উদ্যোগ নেয়া হয়েছে।

আরো সংবাদ

সম্পাদক ও প্রকাশক: কাইছার ইকবাল চৌধুরী

ব্যবস্থাপনা সম্পাদক: এম. সামুন হোসেন

Best Group কর্তৃক প্রকাশিত।
E-mail: banghonews24@gmail.com