, রোববার, ২ এপ্রিল ২০২৩

রবিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-০৮-৩০ ০৬:২৫:৩৭

রাজনৈতিক সংসারে পরিত্যক্ত এবং বয়স্কদের ঐক্যে বিচলিত নয় আ’লীগ

বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ নির্বাচন এলেই বিশেষ শ্রেণি তৎপর হয়ে ওঠে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরেও সে তৎপরতা শুরু হয়েছে। ইতোমধ্যে ‘রাজনৈতিক সংসার পরিত্যক্ত’ কয়েকজন ষাটোর্ধ নেতা একজোট হয়ে ‘জাতির ক্রান্তিলগ্নে’ কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তাদের এই তৎপরতায় দেশের রাজনৈতিক মহলের বিরোধী শক্তি বিএনপি খুশি হলেও থোড়াই কেয়ার করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

আওয়ামী লীগ নেতারা বলছেন, এসব রাজনৈতিক সংসারে পরিত্যক্ত এবং বয়স্করা যৌবনেই কিছু করতে পারেনি, বা করেনি। এখন কী করবে? জাতি তাদের কাছে কিছু আশা করে না। তবে, যেকোনো নির্বাচনী ও নিয়মতান্ত্রিক অহিংস আন্দোলন করার অধিকার আছে, করতে পারবে। সহিংস আন্দোলন হলে সরকার ব্যবস্থা নেবে।

সম্প্রতি সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরীর বিকল্পধারা, ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য ও আসম রবের জেএসডির সমন্বয়ে যুক্তফ্রন্ট গঠন করে সরকারবিরোধী আন্দোলনের হাকডাক দেয়া হয়। বস্তুত সেটি বাস্তবতার রূপ দেখেনি।

২৮ আগস্ট রাতে এই যুক্তফ্রন্টের নেতারা ও জাতীয় ঐক্য প্রত্যাশী কয়েকজন মিলে ড. কামাল হোসেনের বাসায় বৈঠকে মিলিত হয়। প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী জানিয়েছেন, জাতির ক্রান্তিলগ্নে তারা একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। এ লক্ষ্য এবং পরবর্তী আন্দোলন কর্মসূচির বিষয়ে চার সদস্যের একটি সাব-কমিটি করা হয়েছে।

তাদের এই জোট রাজনৈতিক মহলে আলোচনা খোরাক হয়েছে। ইতিমধ্যে বিএনপি নেতারা এতে খুশি হয়ে স্বাগত জানিয়েছে।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বুধবার জাতীয় প্রেসক্লাবে বলেন, ‘আমরা অত্যন্ত খুশি ও আনন্দিত যে আমাদের বাইরেও জাতীয় ঐক্যের প্রক্রিয়ায় অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে যুক্তফ্রন্ট রয়েছে, ড. কামাল হোসেনের নেতৃত্বে গণফোরাম রয়েছেন, মান্নার নেতৃত্বে নাগরিক ঐক্য রয়েছে, আসম আবদুর রবের নেতৃত্বে জেএসডি রয়েছে।’ দলটির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, দীর্ঘদিন পর হলেও যুক্তফ্রন্ট ও গণফোরাম জাতীয় ঐক্যের ডাক দিয়েছে। আমরা একে সাধুবাদ জানাই।’

আরো সংবাদ

সম্পাদক ও প্রকাশক: কাইছার ইকবাল চৌধুরী

ব্যবস্থাপনা সম্পাদক: এম. সামুন হোসেন

Best Group কর্তৃক প্রকাশিত।
E-mail: banghonews24@gmail.com