বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ নগরীর বাকরিয়া থানা এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুই জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো চারজন।
আজ বৃহস্পতিবার(৩০আগষ্ট) সকাল সোয়া ৮টার দিকে পুরাতন বাকলিয়া থানার সামনে এই দুর্ঘটনা ঘটে।নিহত সিএনপিজ চালকের নাম মোহাম্মদ জামাল(৪০)। নিহত নারীর নাম পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। আহত চারজনকে মেডিকেলে চিকিৎসা দেয়া হয়েছে। নিহত নারী ও আহতরা সবাই একই পরিবারের সদস্য।