, বুধবার, ২২ মার্চ ২০২৩

বুধবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-০৮-২০ ১৫:৪২:৩৯

লোহাগাড়ায় ৬ মাস বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু

কাইছার ইকবাল চৌধুরী, বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডটকম. চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়ায় অটোরিকশার চাকার সাথে এক মহিলা যাত্রীর বোরকা পেচিঁয়ে চলন্ত রিকশা থেকে পড়ে মায়ের কোলে থাকা ৬ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।

২০আগষ্ট মঙ্গলবার সকালে পদুয়া-চরম্বা সড়কের মল্লিক ছোবহান খুইন্যা পুকুর পাড় এলাকায় এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত শিশুটি পদুয়া ইউনিয়নের মল্লিক ছোবহান বেপারী পাড়ার মোঃ শাহজাহানের ২য় পুত্র মোঃ আদিত (৬মাস)। শিশুর মা নুরুজাহান (২৫) ও আহত হয়েছে।

জানাযায়, শাহজাহান তার পরিবার নিয়ে বাজারে ভাড়া বাসায় থাকতো,ঈদুল আযহা উপলক্ষে আজ সকালে দু’সন্তান ও স্ত্রীকে বেটারীচালিত রিকশায় করে গ্রামের বাড়ীতে পাঠানোর সময় পদুয়া-চরম্বা সড়কের মল্লিক ছোবহান খুইন্যা পুকুর পাড় এলাকায় রিকশার চাকার সাথে মায়ের বোরকা পেচিঁয়ে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। সাথে সাথে স্থানীয়রা মা ও ছেলেকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটির অবস্থার অবনতি দেখে কর্তব্যরত ডাক্তার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চট্টগ্রামের নেয়ার পথে কেরানীহাট এলাকায় পৌঁছলে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এদিকে ৬মাস বয়সের শিশু আদিতের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

আরো সংবাদ

সম্পাদক ও প্রকাশক: কাইছার ইকবাল চৌধুরী

ব্যবস্থাপনা সম্পাদক: এম. সামুন হোসেন

Best Group কর্তৃক প্রকাশিত।
E-mail: banghonews24@gmail.com