বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডেস্ক: চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার থেকে লাগা আগুনে চার বস্তির ১১৭টি ঘর পুড়ে গেছে। নগরীর ইপিজেড থানার রেল গেট এলাকায় এই আগুনে মুন্সি কলোনি, মোক্তার কলোনি, বাদল কলোনি ও দিলুনির কলোনি পুড়ে যায়। আগুনের সূত্রপাত হয় মঙ্গলবার রাত পৌনে তিনটায়।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক কামাল উদ্দিন ভুঁইয়া বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আলমগীর নামের এক ব্যক্তির চা দোকানের সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা চারটি ইউনিটের ১২টি গাড়ি নিয়ে প্রায় সাত ঘন্টার চেষ্টা করে বুধবার সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কেউ হতাহত হয়নি। তবে চারটি বস্তির এক কক্ষ বিশিষ্ট ১১৭টি ঘর পুড়ে যায়। রেলের মালিকানাধীন জমিতে অবৈধভাবে এসব বস্তি গড়ে তোলা হয়েছিল।