, বুধবার, ২২ মার্চ ২০২৩

বুধবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-০৮-০৬ ০৯:৪৮:১৭

শিবিরের নেতাকর্মী সন্দেহে ১২ যুবক আটক

বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডেস্ক: চট্টগ্রাম নগরের প্রেসক্লাব এলাকা থেকে ছাত্র শিবিরের নেতাকর্মী সন্দেহে ১২ যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার বেলা সাড়ে ১২টার পর জামালখান ও প্রেসক্লাব এলাকায় তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বঙ্গনিউজকে বলেন, ‘চট্টগ্রাম প্রেসক্লাব এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় শিবির সন্দেহে ১২ জনকে আটক করা হয়। এর মধ্যে কোনো স্কুলশিক্ষার্থী নেই। তাদের থানায় আনা হচ্ছে। যাছাই বাছাই শেষে জানতে পারবো তারা কারা, কেনই বা প্রেসক্লাব এলাকায় এসেছিল। যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে পুলিশ মাঠে আছে।

আরো সংবাদ

সম্পাদক ও প্রকাশক: কাইছার ইকবাল চৌধুরী

ব্যবস্থাপনা সম্পাদক: এম. সামুন হোসেন

Best Group কর্তৃক প্রকাশিত।
E-mail: banghonews24@gmail.com