, বুধবার, ২২ মার্চ ২০২৩

বুধবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-০৭-২৯ ১৫:৩৫:৩৬

লোহাগাড়ায় ৮২ হাজার পিচ ইয়াবা পাচারকালে ফরিদপুরের ফেন্সি কাদের অাটক

কাইছার ইকবাল চৌধুরী, বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডটকম.
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের খাঁনদীঘি এলাকায় অভিযান চালিয়ে ৮২ হাজার পিচ ইয়াবাসহ একজন
পাচারকারীকে আটক করেছে পুলিশ। এ সময় ইয়াবা পাচারকাজে ব্যবহৃত টযোটা কোম্পানীর বক্সী গাড়িটি করা হয়। অভিযান টের পেয়ে চালক কৌশলে পালিয়ে গেছে বলেও জানা যায়।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাছানুজ্জামান মোল্লা বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটককৃত ইয়াবা পাচারকারী আবদুল কাদের মাতব্বর(প্রকাশ) ফেন্সি কাদের (৫২) ফরিদপুর সদরের সাড়েসাত রশি এলাকার আবদুল খালেক মাতুব্বর পুত্র। তার বিরুদ্ধে পূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা রয়েছে বলেও জানান তিনি।

লোহাগাড়া থানার ওসি তদন্ত মোঃ অাব্দুল জলিল বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২৯জুলাই (রবিবার) সকাল সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মোঃ সোহলে সিকদার তাহার সঙ্গীয় ফোর্স নিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি খাঁনদীঘি এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় চট্টগ্রাম মুখী ভক্সী গাড়ীতে(ঢাকা মেট্রো-চ-৫৩-০০২৪) তল্লাশি চালানো হয়, গাড়িটা অাটকের পর কৌশলে চালক পালিয়ে গেলেও পালাতে পারেনি ইয়াবা পাচারকারী ফেন্সি কাদের। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তাহার দেখানো মতে গাড়ির মাঝঁখানের সিটে পা রাখার স্থানে বিশেষ কায়দায় রক্ষিত বক্সের ভিতর হইতে ৮২ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৬০ লাখ টাকা বলে থানা সূত্রে প্রকাশ। আটক ইয়াবা পাচারকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।

একইদিন বেলা ৩টায় ইয়াবা উদ্ধারের ব্যাপারে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে থানা পুলিশ। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা। এ সময় লোহাগাড়া থানার ওসি (তদন্ত) আবদুল জলিলও উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

সম্পাদক ও প্রকাশক: কাইছার ইকবাল চৌধুরী

ব্যবস্থাপনা সম্পাদক: এম. সামুন হোসেন

Best Group কর্তৃক প্রকাশিত।
E-mail: banghonews24@gmail.com