বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডেস্ক: জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার উপস্থাপনায় আরটিভিতে প্রচার চলছে সেলিব্রেটি টকশো ‘এবং পূর্ণিমা’। অনুষ্ঠানটির প্রতিটি পর্বেই দেখা মেলে সংস্কৃতি অঙ্গনের গুণী সব তারকার। আড্ডায় আড্ডায় নিজেদের জীবনের পছন্দ-অপছন্দ, ভালো লাগা, মন্দ লাগাসহ নানান বিষয় উঠে আসে।
এবারের পর্বে পূর্ণিমার সাথে আড্ডা দেবেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর ও অভিনেতা ইরফান সাজ্জাদ। মজার ব্যাপার হলো, দুজনই চট্টগ্রামের সন্তান। অনুষ্ঠানে পূর্ণিমার সঙ্গে চট্টগ্রামের আঞ্চলিক ভাষা অর্থাৎ ‘চিটাগাইঙ্গা’ ভাষায় আড্ডা দেবেন তারা।
সম্প্রতি রাজধানীর তেজগাঁওস্থ বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে পর্বটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। আরটিভিতে পর্বটি প্রচার হবে আজ শনিবার (৭ জুলাই) রাত ১০টায়।
অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সোহেল রানা বিদ্যুৎ। গ্রন্থনা করেছেন অনিন্দ্য মামুন।