, মঙ্গলবার, ৬ জুন ২০২৩

মঙ্গলবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-০৭-০৭ ০৯:৪৩:০৬

সীতাকুণ্ডে সাগরে গোসলে নেমে এক শিশুসহ তিনজন নিখোঁজ

বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডেস্ক: চট্টগ্রামের সাগরে গোসল করতে নেমে এক শিশুসহ তিনজন নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (০৬ জুলাই) দুপুরে সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নিখোঁজ তিনজনকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।

এরআগে, একইস্থানে গত ২১ জুন দুই কলেজছাত্র গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিল। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা জানান, বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের কাছে সাগর প্রচণ্ড উত্তাল থাকায় উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে তাদেরকে।

নিখোঁজ তিনজনের নাম-পরিচয় এবং বয়স এখনও পাওয়া যায়নি ফায়ার সার্ভিসের কর্মকর্তা জসিম উদ্দিন।

গত ২১ জুন নারায়ণগঞ্জ থেকে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে বেড়াতে এসে গোসলে নেমে করুণ মৃত্যুর শিকার খালাতো দুই ভাই।

এরা হলেন- নাজমুল হাসান ইমন (১৯) ও রাজ (১৬)।

আরো সংবাদ

সম্পাদক ও প্রকাশক: কাইছার ইকবাল চৌধুরী

ব্যবস্থাপনা সম্পাদক: এম. সামুন হোসেন

Best Group কর্তৃক প্রকাশিত।
E-mail: banghonews24@gmail.com