, বুধবার, ২২ মার্চ ২০২৩

বুধবার

বিষয় :

প্রকাশ :  ২০১৭-১২-১২ ১৪:৪৩:০২

ক্ষমতায় না থাকলে বাতি জ্বালিয়েও নেতাদের খুঁজে পাওয়া যাবে না: ওবায়দুল কাদের

সাতক্ষীরা প্রতিনিধি, বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডটকম.

দল ক্ষমতায় না থাকলে পাঁচ হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও কোন নেতাকে খুঁজে পাওয়া যাবে না। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার বেলা ২টার দিকে সাতক্ষীরা আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দলীয় গ্রুপিং করে লাভ নেই। যারা গ্রুপিং করবেন তাদের আ’লীগে কোন স্থান নাই। যখন হিন্দুদের বাড়ি ঘরে হামলা চালানো হয়েছিল তখন এসব নেতারা কোথায় ছিলেন। এলাকাতে সমস্যা পড়লে যে সব নেতারা ঢাকাতে চলে যান এমন নেতা সাতক্ষীরাতে দরকার নেই।

তিনি বলেন, মঞ্চের সামনে যারা আছেন তারা অনেক ত্যাগী। তাদের মধ্যে কোন সমস্যা নেই। সমস্যা মঞ্চের উপরে (আমার পিছনে) যারা তাদের মধ্যে। এসময় তিনি মঞ্চের উপরে দাড়িয়ে থাকা দলীয় নেতাদের নিচে নামতে বলেন।

সাতক্ষীরা জেলা আ’লীগের সভাপতি মনসুর আহম্মদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, যুবলীগ নেতা আব্দুল মান্নান, ছাত্রলীগ নেতা মো. রেজাউল ইসলাম রেজা সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

সম্পাদক ও প্রকাশক: কাইছার ইকবাল চৌধুরী

ব্যবস্থাপনা সম্পাদক: এম. সামুন হোসেন

Best Group কর্তৃক প্রকাশিত।
E-mail: banghonews24@gmail.com