, মঙ্গলবার, ৬ জুন ২০২৩

মঙ্গলবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-০৪-১১ ১০:০১:৪২

আলজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত……

নিউজ ডেস্ক, বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডটকম.

আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের নিকটবর্তী একটি বিমানবন্দরের কাছে সামরিক একটি বিমান বিধ্বস্ত হয়েছে।
বুধবারের এই ঘটনায় বহু লোকের মৃত্যু হয়েছে বলে বলে আশঙ্কা করা হচ্ছে, খবর বিবিসি, বার্তা সংস্থা রয়টার্সের।

স্থানীয় বাসিন্দাদের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোর বরাতে বিবিসি জানিয়েছে, অন্তত ১০০ জন নিহত হয়েছেন বলে বলা হচ্ছে এবং নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যেতে পারে।

স্থানীয় টেলিভিশন চ্যানেল ইনাহারের প্রতিবেদনে বরাতে রয়টার্স জানিয়েছে, বৌফারিক বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হওয়ার সময় বিমানটিতে সামরিক বাহিনীর শতাধিক সদস্য ছিলেন।

তবে এসব তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি আলজেরীয় কর্তৃপক্ষ।

টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে একটি গাড়ি চলাচলের রাস্তার কাছ থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে এবং ঘটনাস্থলের পাশে একটি মাঠে ভিড় করে নিরাপত্তা কর্মকর্তা ও অন্যান্যদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

বিধ্বস্ত বিমানটির লেজের একটি পাখনা জলপাই গাছের ওপর দিয়ে দেখা যাচ্ছে এবং বিমানের ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া ও আগুনের শিখা উঠতে দেখা গেছে।

আরো সংবাদ

সম্পাদক ও প্রকাশক: কাইছার ইকবাল চৌধুরী

ব্যবস্থাপনা সম্পাদক: এম. সামুন হোসেন

Best Group কর্তৃক প্রকাশিত।
E-mail: banghonews24@gmail.com