, রোববার, ২৮ মে ২০২৩

রবিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-০৪-১১ ০৭:৫২:১৩

প্রিয়ার নতুন ভঙ্গিমায়ও কুপোকাত সবাই

নিউজ ডেস্ক, বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডটকম.

ভ্যালেন্টাইনস ডে’র আগে গান প্রকাশের পর রাতারাতি তারকা বনে যাওয়া অষ্টাদশী প্রিয়াকে ‘ফ্লাইং কিস’ করতে দেখা যায় চলচ্চিত্রটির সদ্য প্রকাশিত টিজারে। এ ভিডিও নিয়েও শুরু হয়েছে তুমুল আলোড়ন।

১৩ ফেব্রুয়ারি ইউটিউবে ‘উরু আদার লাভ’ চলচ্চিত্রটির টিজার ছাড়ার পর দুদিনেই এটি দেখা হয়েছে ৭৩ লাখ ৬৫ হাজার বার। ভিডিওটিতে মন্তব্য এসেছে ১০ হাজারের বেশি।

কিশোর প্রেম নিয়ে ওমর লুলুর মালায়লম চলচ্চিত্র ‘উরু আদার লাভ’ আগামী ৩ মার্চ মুক্তি পাওয়ার আগেই মুগ্ধ ইন্টারনেট দুনিয়া। প্রিয়ার পাশাপাশি তার সহ অভিনেতা রোশন আবদুল রউফকেও ইন্টারনেটে খুঁজছেন অনেকে।

গানটি নিয়ে মামলার মুখোমুখি হলেও সব কিছু ছাড়িয়েছেন প্রিয়া; চোখের জাদুতে কুপোকাত করে ছুঁয়ে ফেলেছেন বিশ্বের তাবড় সেলিব্রিটিদের রেকর্ড ।

এরই মধ্যে ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ৬০ লাখ ছাড়িয়েছে। সানি লিওনি, ক্যাটরিনা কাইফদেরও জনপ্রিয়তায় পেছনে ফেলে দিয়েছেন তিনি।

আরো সংবাদ

সম্পাদক ও প্রকাশক: কাইছার ইকবাল চৌধুরী

ব্যবস্থাপনা সম্পাদক: এম. সামুন হোসেন

Best Group কর্তৃক প্রকাশিত।
E-mail: banghonews24@gmail.com