, রোববার, ২৮ মে ২০২৩

রবিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-০৪-০৩ ০৭:৪১:০৯

জিরো থেকে হিরোইন দিশা পাটানি…..

বিনোদন ডেস্ক: বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডটকম.

জীবনে চলার পথটা মোটেই মসৃন নয়। কণ্টকপূর্ণ এই পথে যারা নিজের ভাগ্যের সঙ্গে লড়াই করে জয়ী হয় কেবল তারাই এগিয়ে যায় সামনে। নিজের জীবনের নায়িকা হওয়ার পেছনের এমন গল্পই তুলে ধরলেন ‘বাঘি ২’ দিয়ে বলিউড কাঁপানো অভিনেত্রী দিশা পাটানি। সংগ্রামী, অভাব আর নানা যাতনার দিনগুলোকে তিনি শ্রম আর ধৈর্য্য দিয়ে সাফল্যে বদলে নিয়েছেন।

মোহনীয় হাসি, নজরকাড়া সৌন্দর্য, অভিনয়ের সাবলীলতা দিয়ে তিনি এখন বলিউড মাতাচ্ছেন। আজকাল তিনি যেখানেই যান ঘিরে থাকে ক্যামেরা। তাকে নিয়ে আলোচনা হয়, তার প্রেম নিয়ে বলিউডের আকাশে ভেসে বেড়ায় নানারকম গুজব-গুঞ্জন। এসবই তার জনপ্রিয়তার বদৌলতে। কিন্তু দিশার জীবন এতো আনন্দের ছিল না।

দিশা জানান, পড়াশোনা ছেড়ে মাত্র ৫০০ টাকা নিয়ে মুম্বাই পাড়ি জমান তিনি। আসার পর প্রতিনিয়ত কাজ খোঁজে গেছেন এ তারকা। বিজ্ঞাপনের অডিশন, টুকটাক মডেলিং করেই মেটাতেন বাড়ি ভাড়া। দিশা বলেন, ‘মুম্বাই আসার পর পরিবার থেকেও টাকা চাননি। প্রতিদিনের রুটিন ছিল কাজে যাও বাড়ি আসো এবং ঘুমোও।’

প্রথম ছবি ‘ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’-তে অভিনয় করে বাজিমাত করলেও সে পর্যন্ত আসতে অনেক কাঠখড় পুড়াতে হয়েছে তাকে। এর আগেও ছবিতে চুক্তিবদ্ধ হয়েও প্রযোজকের ইচ্ছায় বাদ পড়তে হয়েছে দিশাকে। তাই তিনি বলেন, ‘জীবনের এই দিকগুলো থেকে শিক্ষা নিয়েছি।’

‘ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’-তে সুশান্তের সঙ্গে তার রসায়ন পছন্দ হয়েছিল দর্শকদের। তখন থেকেই তাকে বলিউডের অন্যতম প্রতিশ্রুতিবান অভিনেত্রী হিসেবে ভাবতে শুরু করেন সমালোচকরা। আর নতুন করে ‘বাঘি ২’ ছবি দিয়ে ১০০ কোটি তো বটেই, আরও বহুদূরের ক্লাবে প্রবেশের অপেক্ষায় আছেন দিশা। প্রেমিক টাইগার শ্রফের বিপরীতে এই ছবিটি বক্স অফিস মাতিয়ে বেড়াচ্ছে।

আরো সংবাদ

সম্পাদক ও প্রকাশক: কাইছার ইকবাল চৌধুরী

ব্যবস্থাপনা সম্পাদক: এম. সামুন হোসেন

Best Group কর্তৃক প্রকাশিত।
E-mail: banghonews24@gmail.com