নিউজ ডেস্ক, বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডটকম.
মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন নেত্রী অং সান সু চির দীর্ঘদিনের মিত্র উইন মিন্ট।
শুক্রবার পার্লামেন্টের যৌথ অধিবেশনে শপথ নেন ৬৬ বছর বয়সী মিন্ট। একই সময়ে দুই ভাইস প্রেসিডেন্ট মিন্ট সোয়ে এবং হেনরি ভান টিও শপথ গ্রহণ করেন বলে জানিয়েছে ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’।
শপথ গ্রহণের পর উইন মিন্ট তার বক্তব্যে মিয়ানমারে আর্থ-সামাজিক উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা, গণতন্ত্র সুসংহত করাসহ মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন ঘটানোরও অঙ্গীকার করেছেন।
গত বুধবার পার্লামেন্ট সদস্যদের ভোটে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন মিন্ট। এর আগের সপ্তাহে তিনি পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকারের পদ থেকে সরে দাঁড়ান।
ওই সপ্তাহেই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন সু চি’র দল এনএলডি’র জ্যোষ্ঠ নেতা টিন কিয়াও। এরপরই মূলত মিন্টকে মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট হিসেবে বেছে নেওয়া হয়।